স্বপ্নভূমি ডেস্ক : যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেল ক্রসিংয়ের কাছে বুধবার বেলা ২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-১৮১৪) বাস বেনাপোলগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশের খাঁদে পড়ে যায়।
বাসটি যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী ও চালকরা অল্পতে বড় ধরনের আঘাত থেকে বেঁচে যান। স্থানীয়রা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাসের সামান্য ভাঙচুর হয়েছে, তবে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে বাস থেকে নামানো হয় এবং ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা জানায়, রাস্তার ডানপাশে থাকা খাঁদ ও নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি উল্টোদিকের পাশে পড়েছে। স্থানীয়রা সতর্ক করেছেন, বেনাপোলমুখী এই মহাসড়কে যান চলাচলের সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।
পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনার কারণ জানতে বাসের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। বাসটি স্থানীয় যন্ত্রাংশ সরবরাহকারী কর্তৃপক্ষের সাহায্যে উদ্ধার করা হবে বলে জানা গেছে।